ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

 



ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্ব অনুষদ ( D Unit) :  গুচ্ছের বাহিরেও পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, দক্ষিন এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একমাত্র স্বতন্ত্র ফ্যাকাল্টি, যা 'ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া' ছাড়া অন্য কোথাও নাই। যা পুরো দক্ষিন এশিয়াকে প্রতিনিধিত্ব করে। এই ফ্যাকাল্টিতে ভর্তির বিষয়ে কিছু কথা তুলে ধরা হলো।

আবেদন ফরম তোলা যাবেঃ ১আগস্ট থেকে ১৩ই আগস্ট।

  • ভর্তি পরীক্ষাঃ ২৭ আগস্ট (iu.ac.bd)
  • মোট আসন সংখ্যাঃ ৩২০টি
  • আবেদন ফিঃ ১২৫০ টাকা
  • পরীক্ষা পদ্ধতিঃ MCQ ( ৮০ নম্বর)
  • লিখিত হবে না

ধর্মতত্ত্ব অনুষদে এবার যে সকল ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যাবে ও আসন সংখ্যাঃ

  1. আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ - ৮০
  2. আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ -৮০
  3. দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ - ৮০
  4. আরবী ভাষা ও সাহিত্য - ৮০

প্রশ্ন পত্রের মানবন্টনঃ

  • বাংলা ৫
  • ইংরেজী ৫
  • সাধারণ জ্ঞান ৫
  • ইসলামের ইতিহাস ৫
  • ইসলাম শিক্ষা ৫
  • আল কুরআন ১৫
  • আল-হাদীস ১৫
  • আরবী ১০
  • দাওয়াহ ১০
  • ফিকাহ ৫

ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি যোগ্যতাঃ

উচ্চমাধ্যমিক থেকে উত্তীর্ণ যেকোন বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে।অনেকে মনে করে থাকেন, শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা আবেদন করতে পারে,এটা ভুল ধারণা।

রেজাল্টের ধরনঃ-GPA ৪র্থ বিষয়সহ,

  • মানবিকঃ 6.00   ( SSC:3.00, HSC:3.00 )
  • ব্যাবসাঃ 6:50     ( SSC:3.00, HSC:3.00)
  • বিজ্ঞানঃ  8.00    ( SSC:3.50, HSS:3.50)
  • কারিগরিঃ 6.75  ( SSC:3.25, HSC:3.25)

Post a Comment

0 Comments