ফানুস" লেখক:- মৌরি মরিয়ম

বই:- "ফানুস"
 লেখক:- মৌরি মরিয়ম 
প্রকাশনী:- অন্যপ্রকাশ 

 আধুনিক লেখিকা মৌরি মরিয়ম এর "ফানুস" একটি প্রেমকাব্য। যেখানে ভালোবাসা, যন্ত্রণা, আবেগ, মায়া, বাস্তবতাকে আচ্ছন্ন করেছে অভূতপূর্ব এক ভালোবাসার গল্প। ভালোবাসার অপূর্ব এক রূপ সেইসাথে ভয়ংকর যন্ত্রণার এক উপাখ্যান "ফানুস"। গতানুগতিক ভালোবাসার গল্প তো সহজলভ্য হয়ে উঠছে কিন্ত তিলে তিলে গড়ে উঠা পূর্ণ এক ভালোবাসাও যে কতটা মধুর যন্ত্রনাদায়ক পরিস্থিতিতে ফেলতে পারে তা "ফানুস" আপনাকে অনুধাবন করিয়েই ছাড়বে। ভালোবাসা স্বর্গীয় এক অনুভূতি। এ অনুভূতির স্বাদ অনেকের কাছে অনেক রকম হলেও যন্ত্রণা বা ভালোবাসার ক্ষেত্রে তা তো এক! আচ্ছা ভালোবাসা, ভালো লাগার অনুভূতি গুলো বা যন্ত্রণার অনুভূতি গুলো কি সবার ক্ষেত্রে একরকম? নাকি কারও ক্ষেত্রভেদে ভিন্নরকম? যন্ত্রণা কারও কম বা বেশি! মানুষ ভালোবাসে, হাজার ত্যাগ তিতিক্ষা শেষে অনেকের ভালোবাসা পূর্ণতা লাভ করে। আমরা মনে করি এই পূর্ণতায় সবকিছু, কিন্ত সব পূর্ণতাই সবসময় পূর্ণাঙ্গ রূপ না। কিছু পূর্ণতা ভালোবাসায় নতুন এক সংগ্রাম এর উদ্ভব ঘটায়। এই সংগ্রাম হতে পারে জাত, ধর্ম কিংবা নিজেরা নিজেদের সাথে। কিছু পূর্ণতা আপনার জীবনের সবচেয়ে বড় ভুলের উদ্ভব ঘটায় যার কিনারা নেই! যেখানে পরিচয় হওয়াটাই জীবনের অভিশাপ হয়ে দাঁড়ায় যার শুরু আছে কিন্ত শেষ কখন তা বলা দায়! "ফানুস" হয়ত এমন কিছুই যেখানে ভালোবাসা টাই মুখ্য সেখানে দুজন একসাথে থাকতে পারে আবার নাও পারে কিন্ত ভালোবাসা, বিশ্বাস, মর্যাদার কোনো তারতম্য হতে পারে না এতে। আসলে ভালোবাসা টা এমন এক জিনিস যার আদি আছে কিন্ত অন্ত নেই। এর পূর্ণাঙ্গ রুপ বলতে কিছু নেই। এটি জন্ম-জন্মান্তর প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে চলতে কেউ বিচ্যুত হয় আবার কেউ সংগ্রাম করে এগিয়ে চলে। এভাবেই জীবন আপনাকে সংগ্রামের মধ্য দিয়ে নিয়ে চলে। যার শেষ পরিণতি আসলে কি তা অনুধাবন করা অসম্ভব! যারা ভালোবাসার অনুভূতি গুলো খুব গভীরভাবে উপলব্ধি করেন এবং নিজেকে সংযম করা কষ্টসাধ্য তার ক্ষেত্রে ' ফানুস ' চোখের পানি ঝড়ে ফেলার মত। আবার যে নিজেকে সংবরণ করতে শিখে গিয়েছেন। উপলব্ধি করতে পারলেও তা সুপ্তাবস্থায় রেখে হাসিমুখে চলাকেই পাথেয় হিসেবে ধরে নিয়েছেন ফানুস তার জন্য তার মত। প্রেম, প্রনয়, ভালবাসা নিয়ে পছন্দ অপছন্দের ক্ষেত্রে আপনার দ্বিমত থাকতে পারে কিন্ত ফানুসের ভালোবাসা আপনাকে ভালোবাসার যে স্বর্গীয় অনুভুতি তা একটু হলেই অনুভব করাবে যাকে আপনি হয়ত খুব সহজে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারবেন না। আমাদের ভালোবাসার অনুভূতিগুলো ফানুস হয়ে উড়ে বেড়াক। এর ব্যাপ্তিতা ছড়িয়ে যাক এক আকাশ থেকে বহু আকাশে🖤

Post a Comment

0 Comments