বেলা ফুরাবার আগে (Book Review)

 



বইঃ বেলা ফুরাবার আগে।
লেখকঃ আরিফ আজাদ
প্রকাশনীঃ সমকালীন প্রকাশন।
.
আরিফ আজাদ। দেশের ইসলামি জগতের অন্যতম একজন মানুষ। সত্যি বলতে তাকে নিয়ে বলার মতন যোগ্যতা আমার নেই। অনবদ্য একজন মানুষ। ভাইয়ের চতুর্থ মৌলিক বই হিসেবে বাজারে অনেক আগেই 'বেলা ফুরাবার আগে' নামক বইটি এসেছে।
.
যুগের সাথে সাথে তাল মিলিয়ে নতুন নতুন জিনিস আমাদের কাছে আসে। মুসলিমরা কখনো নৈতিকতা ভঙ্গ করে অনৈতিক কাজে জড়ানোর জন্য পা বাড়ায় না কিন্তু মর্ডান যুগে এসে কী যে হলো মুসলিমের তা শুধু ভাবায়। মুসলিমদের ভেতরে অশ্লীলতা থেকে শুরু করে প্রবেশ করেছে জঘন্য জঘন্য কাজ। একদম নৈতিকতা ভঙ্গ করে দিয়েছে।
.
সমাজের প্রভাব মানুষের উপরে পড়ে, একটা সমাজের মানুষজন কাউকে ভালো করে তুলতে পারে আবার কাউকে খারাপ করে তোলতে পারে। বর্তমান সমাজকে কোন ভাবেই আদর্শিক সমাজ হিসেবে গণ্য করা যায় না। যুগের সাথে তাল মিলাতে গিয়ে গ্রামাঞ্চলেও এখন অশ্লীলতার জয়জয়কার। সমাজকে পরিশুদ্ধ করার জন্য চাই ইয়াং জেনারেশনকে পরিশুদ্ধ করা। আরিফ আজাদ ভাই তার 'বেলা ফুরাবার আগে' বইয়ে ঠিক এটাই চেয়েছেন। তিনি বদলে দিতে চেয়েছেন ইয়াং জেনারেশনকে। ইয়াং জেনারেশন যদি বদলে যায় তাহলে তারাই সমাজ বদলে দিবে। এক সময় তারা সমাজকে নেতৃত্ব দিবে, বদলে দিবে সমাজের চেহারা। গড়ে তুলবে একটি আদর্শিক সমাজ।
.
বেলা ফুরাবার আগে বইটি আরিফ আজাদ ভাই ১৮টি অধ্যায় দিয়ে সাজিয়েছেন। এই অধ্যায়গুলোতে তিনি সমাজের সমস্যাগুলো সুন্দর করে সামনে তুলে এনেছেন। একজন চিন্তাবিদ শুধু সমস্যা দেখিয়া ক্ষান্ত হয়ে যান না বরং দেখিয়ে দেন সেটার সমাধান। আরিফ ভাইয়ের এই ব্যাপারটা বেশী ভালো লেগেছে। তিনি সেই সমস্যাগুলোর সমাধান কোরআন/হাদীস দ্বারা দেখিয়ে দিয়েছেন। যে-ই পড়ুন না কেন, লেখকের দিকনির্দেশনা মতন যদি কেউ চলতে পারে তাহলে সে ইন শা আল্লাহ নিজেকে বদলাতে সক্ষম। আমরা গুনাহে ডুবে আছি, আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন তার দিকে ফরে যাওয়ার জন্য। কিন্তু আমরা ক্ষণস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে ভুলে গিয়েছি আখিরাত। অথচ সেটাই আমাদের মূখ্য বিষয়।
.
বইয়ের অধ্যায়গুলোর শিরোনাম আমাকে কিছুটা শৈশবের স্মৃতিতে টেনে নিয়ে গিয়েছে, মনে পড়ে গিয়েছিল শীতের সেই সকাল আর গ্রীষ্মের বিকালে মাঠের দৌড়াদৌড়ি। আমার কাছে বইয়ের সবচেয়ে বেশি ২টি অধ্যায় ভালো লেগেছে আর সেগুলো হলো 'জীবনের ইঁদুর-দৌঁড় কাহিনি' এবং 'আমি হবো সকাল বেলার পাখি'। একটা কথা না বললেই নয়, অধ্যায়গুলো বেশী বড় হয়ে গিয়েছে। বাদ বাকি সব আলহামদুলিল্লাহ, বইটি রিমাইন্ডার হিসেবে পার্ফেক্ট একটি বই। আমি মনে করি দ্বীনে আসার পর বা আসার জন্য এই বইটি পড়া উচিৎ। ইন শ আল্লাহ! তা আপনার ভালো বয়ে আনবে আল্লাহ চাইলে। আরিফ ভাই, দারুণ একটা বই লেখার জন্য আপনার জন্য দু'আ ও ভালোবাসা রইলো।

Post a Comment

0 Comments